চাঁদপুরে কোটা সংস্কার আন্দোলনে
উত্তাল শিক্ষার্থীরা
মানিক দাস, চাঁদপুরঃ
সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ও কোটা সংস্কারের দাবীতে চাঁদপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা বের হলে উত্তাল হয়ে উঠে আন্দোলন।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল ৩টার দিকে শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা।
লেকের পাড়ে অঙ্গীকার এলাকায় টানা ৩ ঘন্টা চলে বিক্ষোভ আর স্লোগান। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর সরকারি মহিলা কলেজ, আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ, নার্সিং ইনস্টিটিউট, মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটসহ শহরের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনে অংশ নেয়।
এর আগে সকালে শহরের কালিবাড়ি এলাকা থেকে একটি মিছিল বের করে সাধারণ শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টার দিকে আল-আমিন একাডেমি স্কুল এণ্ড কলেজ এলাকা থেকে একটি বড় ধরণের বিক্ষোভ মিছিল বের হয়ে মেথা রোড ও জেএম সেনগুপ্ত রোড হয়ে কালিবাড়ী এলাকায় যায়।
এদিকে বিকাল ৩টায় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ঝড়ো হওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে একটি মিছিল বের হয়ে শহরের বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে অবস্থান করে। সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান সাধারণ শিক্ষার্থীদের সড়কে জনদুর্ভোগ সৃষ্টি না করে বাসায় ফিরে যাওয়ার অনুরোধ জানান।
এতে ক্ষিপ্ত হয়ে সাধারণ শিক্ষার্থীদের মিছিল থেকে ছাত্রলীগ ও অবস্থানরত পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
ঘটনাস্থলে জেলা ছাত্রলীগের সদস্য সিয়াম, জসিম উদ্দিন, সিহাব ও মাসুদ আহত হয়।
https://www.songbadtoday.com/?p=89638
Post Views: ৯৭