মানিক দাস, চাঁদপুরঃ
চাঁদপুরে ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ বেলুন উত্তোলন, পায়রা উড়ানো, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক,শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
এসময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, ১৯৪৮ সালের এদিনে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে ও তার হাতে গড়ে উঠেছিল ছাত্রলীগ। ৭৪ বছরের পথ পাড়ি দিয়ে আজ ২০২২ সালে জন্মদিন পালন করছে ছাত্রলীগ। আবেগ, অনুভূতি, ভালবাসা, প্রত্যাশা ইতিহাস ও ঐতিহ্যের নাম ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ আমাদের অহংকার। ছাত্রলীগের ঐতিহ্য অনেক। করোনা আবারো বৃদ্ধি পেয়েছে। আমাদের সতর্ক থাকতে হবে। দেশকে করোনা মুক্ত রাখতে ছাত্রলীগের দায়িত্ব পালন করতে হবে। সবাইকে মাস্ক অবশ্যই পরতে হবে।
তিনি আরো বলেন,ছাত্রলীগ এ দেশের মানুষের দুঃখের সময় পাশে দাড়ায়।কৃষকের ধান কেটে দিয়েছে ছাত্রলীগ,করোনাকালীন সময়ে জীবন বাজি রেখে কাজ করেছে ছাত্রলীগ।সবাইকে স্বাস্থবিধি মেনে চলতে হবে।
দুই বছর পর নির্বাচন। দেশ বিরোধীরা আবারো মাথাচারা দিয়ে ওঠেছে। তারা অপচেষ্টা চালাচ্ছে। তাই সর্তক থাকতে হবে। নেত্রীর উন্নয়ন,শান্তি মানবিকতার কথা বাড়ি বাড়ি ছাত্রলীগকে পৌছে দিতে হবে। সকল ষরযন্ত্র রুখে দিতে হবে। শেখ হাসিনাকে আবারো জয়যুক্ত করতে হবে। সবাইকে আজকের দিনে এই শপথ নিতে হবে।
চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন খানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, পৌর মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডঃ মুজিবুর রহমান ভূঁইয়া, উপ দপ্তর সম্পাদক পিপি অ্যাডঃ রনজিৎ রায় চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল,প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হেলাল হোসাইন, সাধারণ সম্পাদক ফেরদৌস মোরর্শেদ জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান তৃপ্তি, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবি এম রেজোয়ান, সাধারন সম্পাদক নাছির গাজী, পৌর ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ সোহেল রানা, সাধারন সম্পাদক জহিরুল ইসলাম রবিন প্রমুখ। জানযট ও করোনা কথা বিবেচনা করে রালী অনুষ্ঠিত হয় নি। এর আগে রাত ১২ টা ১ মিনিটে জেলা ছাত্রলীগের আয়োজনে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফানুস উত্তোলন ও আতশবাজি ফুটানো হয়।