চাঁদপুরে জাটকা শিকার
করায় ২৭ জেলে আটক
মানিক দাস, চাঁদপুরঃ
নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুর মেঘনা নদীর অভয়াশ্রমে জাটকা শিকার করার অভিযোগে ২৭ জেলেকে আটক করা হয়েছে।
২৫ মার্চ সন্ধ্যা ৬ টা থেকে ২৬ মার্চ সন্ধ্যা ৬ টা পর্যন্ত প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকারিয়ার নেতৃত্বে চাঁদপুর নৌ পুলিশ, কোস্টগার্ড ও সিনিয়র মৎস্য কর্মকর্তার সমন্নয়ে জেলা টাক্সফোর্স মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন স্হান থেকে ২৭ জেলেকে আটক করে ।
এর মধ্যে ১৮ জনকে মোবাইল কোটে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। বাকী ৯ জন অপ্রাপ্ত হওয়ার মুচলেকা দিয়ে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।
আটককৃতরা হলোঃ নুরু সরকার (২৭), খুরশেদ বন্দুকশী (৪০), রাসেল ঢালী (২২), মোহাম্মদ হোসেন (২৫),আঃ ক িম (২৫), শাহজালাল (১৮), আব্দউর কাশেম (২১), রবিউল গাজী (২০), বিল্লাল হোসেন (১৯), রুবেল বেপারী (২৮), রাজিব সরদার (২০), রাকিব দেওয়ান (২০), শুক্কুর দেওয়ান (২৫), আঃ রহিম (৪০), খাজা বেপারী (৪০), ইব্রাহিম খলিল (৫২)জাকির রাড়ি (২৬), হাকিম খান (১৮), শান্ত খাঁ (১৬), মহসিন খাঁ(১২), সাব্বির পাটোয়ারী (১৬), জিহাদ (১৩), রনি দাস (১৪), অন্তর গাজী (১৪), জীবন খান (১২), রিয়াদ হোসেন (১৬), হৃদয় দেওয়ান (১৬)।
এ সময় তাদের কাছ থেকে ১০হাজার মিটার কারেন্ট জাল, ২ হাজার মিটার বেহুন্দি জাল এবং ৫ টি ইঞ্জিল চালিত নৌকা জব্দ করা হয়।
অপর দিকে লঞ্চ টার্মিনাল ঘাটে যাত্রী হয়রানির অপরাধে ৬ জন সিএনজি স্কুটার ও অটোচালককে আটক করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ। আটককৃতরা হলোঃ মিন্টু খান (৩৫), শরীফ মিজি (১৮), আল আমিন হোসেন (৩৪), আমিন খান (৩৩), সোহাগ (৩৪), নোমান (২২)। এদের বিরুদ্ধে নন এফেয়ার মামলা করা হয়েছে।
https://www.songbadtoday.com/?p=83607
Post Views: ৭৭