চাঁদপুরে জুয়েলার্স এসোসিয়েশনের
৫৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মানিক দাস, চাঁদপুরঃ
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন(বাজুস) এর ৫৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় চাঁদপুরেও বাজুুস চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
গত ২৫ জুলাই বৃহস্পতিবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল সাড়ে পাঁচটায় বর্ণাঢ্য র্যালী চিত্রলেখা মোড়স্থ স্বর্ণ মার্কেট থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজুস চাঁদপুর জেলা কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালী শেষে জেলা কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি রোটাঃ মোঃ মোস্তফা ফুলমিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মানিক পোদ্দারের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা বিনয় কৃষ্ণ পাল, সহ-সভাপতি অজিত সরকার, সমীর বনিক, সহ-সাধারণ সম্পাদক মাসুদ মাল, কোষাধ্যক্ষ বাবুল কর্মকার, কার্যকরী সদস্য খোকন কর্মকার, তাপস পাল, নবজিৎ চন্দ্র দাস ও পার্থ চন্দ্র বিশ্বাস প্রমুখ।
সবশেষে উপস্থিত সদস্যবৃন্দকে মিষ্টিমুখ করানো হয়।
https://www.songbadtoday.com/?p=89897
Post Views: ২৬