চাঁদপুরে ট্রাফিকের ভূমিকায় শিক্ষার্থীরা
মানিক দাস:
চাঁদপুরে আনসার ব্যাটিলিয়ানের সঙ্গে যানজট নিরশনে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থী,রোভার স্কাউটস,যুব রেড ক্রিসেন্ট ও বিভিন্ন রাজনৈতিক দলের স্বেচ্ছাসেবক টিম।
চাঁদপুর শহরের সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আনসার ব্যাটলিয়ন সদস্যদের পাশাপাশি ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। এ ছাড়াও শহর পরিষ্কারের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন তারা।
গত দুই দিন ধরে শহরে ট্রাফিক পুলিশ না থাকায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ শিক্ষার্থী,যুব রেডক্রিসেন্ট, রোভাব স্কাউটস এবং আানসার ব্যাটলিয়ান সদস্যবৃন্দ এই দায়িত্ব পালন করেন।
এ ছাড়া ইসলামিক আন্দোলন বাংলাদেশের স্বেচ্ছাসেবকবৃন্দও এ কার্যক্রমে অংশ নিয়েছে । শহরের যেসব গুরুত্বপূর্ণ মোড়ে উল্লেখিত ব্যক্তিবর্গ দায়িত্ব পালন করছেন তার মধ্যে শহরের কালিবাড়ি মোড়, মুক্তিযুদ্ধা সড়ক, ইলিশ চত্বর মোড়, পালবাজার মোড়, নতুন বাজার মোড়, বাস স্ট্যান্ড, জেলা প্রশাসক কার্যালয়, ওয়ারল্যাছ মোড়, বাবুরহাট বাড়ী।
এতে অংশগ্রহণকারী বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, আমাদের শহর আমাদেরই যানজটমুক্ত ও পরিষ্কার রাখতে হবে। এজন্যই আমরা ট্রাফিকের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়েছি। এ ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পেরে আমরা খুশি। শহরে যাতে কোনোরকম যানজট না হয় ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে তারা এ কার্যক্রমে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন
Post Views: ৪৭