চাঁদপুরে পত্রিকা হকারের
পিতা দাফন সম্পন্ন
মানিক দাস, চাঁদপুরঃ
সংবাদ পত্র হকার্স সমিতি চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক পত্রিকা বিলি কারক মোঃ জামাল পাটওয়ারীর পিতা মোঃ জলিল পাটওয়ারী (৯০) ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।
গতকাল ২৩ মার্চ শনিবার সকাল সোয়া ৮ টায় চাঁদপুর শহরের প্রফেসর পাড়া হাজী রহিম খান কলেনির ভাড়া বাসায় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে নাতি-নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম জানাজা বাদ যোহর, প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজের ইমামতি করেন, মোল্লা বাড়ি জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মাহমুদুল হাসান।
দ্বিতীয় জানাজা বাদ আছর , নিজ বাড়ি কচুয়া উপজেলা বিতারা ইউনিয়নের শাসন পাড়া পাটওয়ারী বাড়ি ঈদ গাঁ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজের ইমামতি করেন, মরহুম জলিল পাটোয়ারীর নাতি হাফেজ মোক্তার হোসেন পাটওয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি অধ্যক্ষ জালাল আহমেদ , সাংবাদিক ও ব্যাবসায়ী মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী, মেসার্স পাটওয়ারী নিউজ পেপার এজেন্সি ও রেলওয়ে দোয়া গঞ্জল বুক স্টলের পরিচালক কবি ও লেখক জসিম মেহেদী, বিসমিল্লাহ্ ইলেকট্রনিকস স্বত্বাধিকারী নাছির শান্ত, বিসমিল্লাহ্ রেন্ট-এ-কার সার্ভিস স্বত্বাধিকারী মোঃ ইসমাইল হোসেন, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান জনি সহ এলাকার ধর্মপ্রাণ মুসলমানগন।
জানাজা শেষে মরহুমের নিজ বাড়ি কচুয়া উপজেলা বিতারা ইউনিয়নের শাসন পাড়া পাটওয়ারী বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
https://www.songbadtoday.com/?p=83451
Post Views: ৬৭