চাঁদপুরে পিবিআই কার্যক্রমে যোগদান
মানিক দাস, চাঁদপুরঃ
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পর দেশের বিরাজমান পরিস্থিতিতে পিবিআই চাঁদপুর জেলার সকল পুলিশি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ছিল।
অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশ পুলিশের কিছু সদস্যরা পুলিশের ১১ দফা দাবি নামক কর্ম বিরতি কর্মসূচি পালন করছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় বলেছেন যে, পুলিশের দাবী দাওয়া গুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে।ইতোমধ্যে বাংলাদেশের বেশ কিছু থানার কার্যক্রম সীমিত পরিসরে চালু হয়েছে।
কিছু পুলিশ সদস্যদের দ্বারা পরিচালিত এই কর্মবিরতি পিবিআই চাঁদপুর জেলা সমর্থন করে না।
সর্বসাধারণের আইনগত সেবা এবং সর্বপ্রকার পুলিশি সেবা প্রদানের নিশ্চয়তা স্বরূপ আমরা পিবিআই চাঁদপুর জেলা ১১ আগস্ট হতে আমাদের সকল পুলিশি কার্যক্রম চালু করেছি।
পিবিআই চাঁদপুর জেলা পুলিশ সুপার মো: মোস্তফা কামাল রাশেদ বিপিএম-সেবা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
https://www.songbadtoday.com/?p=91908
Post Views: ৩৭