চাঁদপুরে বৈশাখী মেলায় চতুরঙ্গের
সাংস্কৃতিক অনুষ্ঠান
মানিক দাস, চাঁদপুরঃ
চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে ও চাঁদপুর পৌরসভার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত মাসব্যাপী সাংস্কৃতিক উৎসব বৈশাখি মেলায় আজ ৯ মে বৃহস্পতিবার পরপর দুটি সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিকেলে বীর প্রতীক মমিনুল্যাহ পাটোয়ারী স্কুল এণ্ড কলেজের শিক্ষার্থীদের মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।শিক্ষার্থীরা মনমুগ্ধকর সংগীত এবং নৃত্য পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে।
এ সময় উপস্থিত ছিলেন বীর প্রতীক মমিনুল্যাহ পাটোয়ারী স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজহার উদ্দীন পাটোয়ারী।
আরো উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ জালাল চৌধুরী, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশাররফ হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেন, হারুন আল রশিদ, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক মাহবুবুর রহমান, বৈশাখী মেলায় আয়োজক কমিটির শরীফ চৌধুরী, এম আর ইসলাম বাবু, প্রতিযোগিতা কমিটির আহবায় মামুদুল হাসান, আনন্দধ্বনী সংগীতায়তনের অধ্যক্ষ রফিক আহমেদ মিন্ট, সাংস্কৃতিক পরিষদের সদস্য সচিব জহির উদ্দিন বাবরসহ আরো অনেকে।
সন্ধ্যায় চাঁদপুরের স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় মনমুগ্ধকর বাংলা গানের কনসার্ট অনুষ্ঠিত হয়। পাশাপাশি নত্য পরিবেশন করে চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের নৃত্য বিভাগের নৃত্যশিল্পীরা।
সংগীত পরিবেশন করে হারুন আল রশিদ, সাধনা সরকার অনু,সাফানা নামরিন মেধা , এম এইচ বাতেন, শুভ্র রক্ষিত, রাজিব চৌধুরী, মোনায়েম হোসেন অন্তুসহ আরো অনেকে।
নৃত্য পরিবেশ করে মোবারক, জাহিদ, ফিরোজ, পাবেল, বাবু, রাব্বি, মিম, নাদিয়া ইভা, মিথিলা, মাহিসহ আরো অনেকে।
https://www.songbadtoday.com/?p=85996
Post Views: ১২৭