চাঁদপুরে ব্যবসায়ী ও যুবলীগ নেতার ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
মানিক দাস, চাঁদপুরঃ
চাঁদপুর শহরের ব্যবসায়ী আঃ রাজ্জাক ভূইয়া ও পৌর যুবলীগ নেতা কামরুল হাসান টিটু ভূইয়ার প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
গত ২৬ জুলাই শুক্রবার বাদ আছর মধ্য ইচুলী ভূইয়া বাড়ি জামে মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয় পারিবারিক ভাবে ।
মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মধ্য ইচুলী ভূইয়া বাড়ি জামে মসজিদের ইমাম মাওঃ মোঃ ওবায়দুল্যাহ।
মিলাদ ও দোয়া মোনাজাতের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী।
মরহুমদের নিয়ে আলোচনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গণি পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার আঃরব ভূইয়া, যুগ্ম সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ হুমায়ন কবির সুমন, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভুইয়া, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মুর্শেদ জুয়েল, মরহুম রাজ্জাক ভূইয়ার ছেলে মফিজুর রহমান রতন, পৌর যুবলীগের আহ্বায়ক ও কাউন্সিলর আব্দুল মালেক শেখ, যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর ইকবাল হোসেন বাবু পাটোয়ারী প্রমুখ।
উল্লেখ্য, ২০২৩ সালের ২১ জুলাই শুক্রবার রাত ৩ টায় চট্টগ্রামে কামরুল হাসান টিটু হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন। একই দিন সকাল ৯ টায় তার চাচা ব্যবসায়ী আঃ রাজ্জাক ভূইয়া মৃত্যু বরণ করেন।
মিলাদ ও দোয়া মোনাজাতের পর উপস্থিত মুসল্লিদের মাঝে তবারুক বিতরন করা হয়।
https://www.songbadtoday.com/?p=89842
Post Views: ৫১