চাঁদপুরে ভূমিদস্যুর হামলায় বৃদ্ধ আহত
মানিক দাস, চাঁদপুরঃ
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে ভূমিদস্যু মো. মমিন পাটওয়ারী ও সিদ্দিকুর রহমান পাটওয়ারীর হামলায় মো. সিরাজুল ইসলাম পাটওয়ারী (৫০) নামের একজন গুরুতর আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত ১৯ আগস্ট রাত ৯ টায় বাগাদী ইউনিয়নের ব্রাহ্মন সাখুয়ায়।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় আব্দুল মান্নান পাটওয়ারী বাদী হয়ে একটি অভিযোগ করেন।
অভিযোগের সূত্রে জানা যায়, ভূমিদস্যু মো. মমিন পাটওয়ারী ও সিদ্দিকুর রহমান পাটওয়ারী আহত মো. সিরাজুল ইসলাম পাটওয়ারীর প্রতিবেশী। তাদের জায়গা জমি নিয়া বিরোধ রয়েছে।
উক্ত বিরোধকে কেন্দ্র করে তারা প্রায় সময় আমাকে এবং পরিবারের লোকজনদের বিভিন্ন ভয়—ভীতি ও প্রান নাশের হুমকি ধমকি দেয়।
গত ১৯ আগস্ট রাত ৯টায় মো. সিরাজুল ইসলাম পাটওয়ারী বাড়িতে যাওয়ার পথে মো. মমিন পাটওয়ারী ও সিদ্দিকুর রহমান পাটওয়ারীসহ আরো ৪/৫ জন মিলে দেশীয় ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে।
এতে মো. সিরাজুল ইসলাম পাটওয়ারীর শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা ও মাথার ডান চোখের পাশে রক্তাক্ত জখম হয়।
পরে মো. সিরাজুল ইসলাম পাটওয়ারীর ডাক চিৎকারে লোকজন ছুটে আসলে হামলা কারীরা পালিয়ে যায়। পরে আহত মো. সিরাজুল ইসলামকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
কর্তবরত চিকিৎসক আহত মো. সিরাজুল ইসলাম পাটওয়ারী যখমকৃতস্থানে ৫টি সেলাই দিয়ে হাসপাতালে ভর্তি দেয়।
আহত মো. সিরাজুল ইসলাম পাটওয়ারী বর্তমানে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানান, মো. মমিন পাটওয়ারী ও সিদ্দিকুর রহমান পাটওয়ারী বাড়ির অন্যান্যসহ আশপাশের লোকজনদের সম্পত্তি জবর—দখল করে। তাদের কেউ বাঁধা দিলে তালা লোকজন ও অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে। তাদের ভয়ে এলাকার কেউ কোন কথা বলতে পারে না। তাদের বিরুদ্ধে একাধিক বার ইউনিয়ন পরিষদে অভিযোগ করা হয়। সেই অভিযোগের আলোকে ইউনিয়ন পরিষদে একাধিক বার উভয় পক্ষকে ডাকা হলে মো. মমিন পাটওয়ারী ও সিদ্দিকুর রহমান পাটওয়ারী একবারও আসেনি। তারা কাউকে কোন কর্নপাত করো না। তাদের এহেন কর্মকান্ডে এলাকাবাসীরা আতঙ্কে দিন যাপন করে।
Post Views: ৩৭