চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসের ধাক্কায় যুবকের মৃত্যু !
মানিক দাস, চাঁদপুরঃ
চাঁদপুর-লাকসাম রেলপথে চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বাকিউল্লাহ ছৈয়াল (৪০) নামে এক মানুষিক রোগির মৃত্যু হয়েছে।
১৩ জুলাই বুধবার রাত ১০টায় শহরের মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাকিউল্লাহ একই এলাকার ছৈয়াল বাড়ির মৃত রশিদ ছৈয়ালের ছেলে। সে মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয়রা জানায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে রেল লাইনে পাশ দিয়ে হাটছি বাকিউল্লাহ। চট্টগ্রাম থেকে চাঁদপুরে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ উল্যাহ বাহার বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে রাতেই মরদেহ উদ্ধার করেছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের শেষে ১৪ জুলাই বৃহস্পতিবার পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।
Post Views: ৬১