চাঁদপুরে সড়ক দুর্ঘটনায়
অজ্ঞাত পথচারীর মৃত্যু !
মানিক দাস, চাঁদপুরঃ
সড়ক দুর্ঘটনায় ৩৭ বছর বয়সী এক অজ্ঞাত পথচারীর গুরুতর আহত হবার পর চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
২৪ মে রাতে জেলা পরিষদ এলাকায় যানবাহনের আঘাতে রক্তাক্ত এক পথচারী রাস্তার পাশে পরে থাকতে দেখে স্থানীয়রা ঘটনাটি পুলিশকে জানালে চাঁদপুর মডেল থানার এসআই ইসমাইল ও ফেরদৌস তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রেফার করেন। লোকটি মাথায় বড় ধরনের আঘাতপ্রাপ্ত হয় বলে হাসপাতাল সূত্রে জানা যায়।
তার পরিচয় সনাক্ত না হওয়ায় স্বজন কেউ না আসায় ঢাকায় নেয়া হয়নি।এখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকালে মৃত্যু হয় তার।
চাঁদপুর মডেল থানার এস আই ইসমাইল বলেন, ধারনা করছি অজ্ঞাত কোন গাড়ীর ধাক্কায় পথচারী প্রথমে আহত ও পরে হাসপাতালে মারা যায়।
লাশ হাসপাতালের মেঝেতে আছে এবং ঘাতকযানের শনাক্তের চেষ্টা চলছে।
মৃত্যুর পর অজ্ঞাত পরিচয়হীন হওয়ায় তার পরিচয় সনাক্তে চাঁদপুর পিবিআই কে অবগত করা হলে পিবিআই টিম হাসপাতালে এসে তার ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করে। পরে তার পরিচয় সনাক্ত করা হয়।
অজ্ঞাত ব্যাক্তির নাম বাবুল দেওয়ান। তার পিতার নাম সিরাজ বাবুচ্চি। তার গ্রামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার লড়াইরচর। তার বাবা মা কেউ নেই। বাড়ি থেকে এক বছর ধরে নিঁখোজ ছিল।
https://www.songbadtoday.com/?p=86851
Post Views: ৯৩