চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতির
২ দফা জানাজা শেষে দাফন সম্পন্ন
মানিক দাস, চাঁদপুরঃ
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম অ্যাডঃ সিরাজুল ইসলামের মেজ ছেলে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও চাঁদপুর নারী ও শিশু ট্রাইবুনালের পিপি অ্যাডঃ মোঃ সাইয়েদুল ইসলাম বাবু আর নেই।
ফুসফুস জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আজ ২৮ জুলাই রোববার সকাল ৯ টা ২৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চাঁদপুর ও ফরিদগঞ্জে দু দফা জাাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
বাদ আছর চাঁদপুর শহরের বেগম জামে মসজিদে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাতে ইমামতি করেন বেগম জামে মসজিদে খতিব মাওঃ মুফতী মাহবুবুর রহমান ।
জানাজার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় মরহুম অ্যাডঃ মোঃ সাইয়েদুল ইসলাম বাবুর জিবনী নিয়ে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মুহাম্মদ মুহসিনুল হক, জেলা ম্যাজিস্ট্রেট একরামুল সিদ্দিকী,জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ,সাধারন সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গণি পাটোয়ারী, মরহুমের বড় ভাই সাইয়েদুল ইসলাম সেন্টুসহ আরো অনেকে।
জানাজার পর মরহুম অ্যাডঃ মোঃ সাইয়েদুল ইসলাম বাবুর কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করে জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, সুজিত রায় নন্দি, সরকারি আইন কর্মকর্তা, আইনজীবী সমিতি, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ,জীবনদিপ,ফরিদগঞ্জ ফাউন্ডেশনসহ রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠন।
৩ ভাই ২ বোনের মাঝে অ্যাডঃ মোঃ সাইয়েদুল ইসলাম বাবু ছিলেন দ্বিতৃয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ ছেলেসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
চাঁদপুরে প্রথম জানাজা শেষে অ্যাডঃ মোঃ সাইয়েদুল ইসলাম বাবুর মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার চর কুমিরা গ্রামের বাড়িতে বাদ মাগরিব দ্বিতীয় জানাজা শেষে পারিবাড়িক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
https://www.songbadtoday.com/?p=90221
Post Views: ৫৩