চাঁদপুর জেলা পুলিশ সুপারের
হাজীগঞ্জ থানা পরিদর্শন
মানিক দাস, চাঁদপুরঃ
হাজীগঞ্জ থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম । গত ১৬ মার্চ শনিবার হাজীগঞ্জ থানা বার্ষিক পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম-বার। থানায় আগমন করলে পুলিশ সুপার’কে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করা হয়।
পুলিশ সুপার হাজীগঞ্জ থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সদেরকে থানা এলাকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন। তাদের সমস্যা, সুবিধা-অসুবিধার কথা শুনেন ও বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
পরিদর্শন কালে হাজীগঞ্জ থানার সকল রেজিস্টারপত্র পর্যালোচনা করেন এবং করণীয় সংক্রান্তে দিক-নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম-বার।
পরিদর্শন শেষে পুলিশ সুপার হাজীগঞ্জ থানার অফিসার ও ফোর্সদের সাথে ইফতারে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্হিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার (মতলব সার্কেল) মোঃ খায়রুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ রিজওয়ান সাঈদ জিকু , হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদসহ হাজীগঞ্জ থানায় কর্মরত সকল অফিসার ।