চাঁদপুর জেলা স্বেচ্ছাবক দলের বিক্ষোভ
মিছিল ও অবস্থান কর্মসূচী পালন
মানিক দাস, চাঁদপুরঃ
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চাঁদপুর জেলা স্বেচ্ছাবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে।
আজ ১৪ আগস্ট বিকালে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয় সম্মুখ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে হাজী মহসীন রোডস্হ চিত্রলেখা মোড়ে গিয়ে অবস্থান কর্মসূচী পালন করে।
জেল স্বেচ্ছাবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ মাঝির পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী।
এসময় বক্তারা বলেন, ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের ফলে এদেশ নতুন করে স্বাধীনতা হয়েছে । আমরা শুনতে পাই সেই পরাজিত আওয়ামীলীগ অপশক্তি ১৫ তারিখ আবার মাঠে নামার চেষ্টা করছে। আমরা স্বেচ্ছাবক দলের নেতাকর্মীরা রাজপথে থেকে তাদের প্রতিহত করবো।
আমরা আজ ১৫ আগস্ট রাজপথে আবারো অবস্থান কর্মসূচী পারন করবো। কোনো ভাবে আওয়ামী বাকশাদের মাঠে নামতে দেব না।
এসময় আরো বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন শিশু, সামছুল আলম সূর্য, সামছুল আরেফিন, অলি আহমেদ প্রমুখ।
https://www.songbadtoday.com/?p=92020
Post Views: ৪৪