চাঁদপুর নতুনবাজার ব্যবসায়িকদের
মতবিনিময় সভা অনুষ্ঠিত
মানিক দাস, চাঁদপুরঃ
চাঁদপুর নতুনবাজার ব্যবসায়িকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যবসয়ীরা বলেন, কােন ধরনের হামলা-লুটপাট, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙ্গচুর, সরকারি স্হাপনা, উপাসনালয়, সংখ্যালঘুর বড়ি ঘর এমন কি কোন সম্পত্তি দখল করতে না পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে।
অরাজকতা সৃষ্টি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে ছাত্র – জনতার এই ঐতিহাসিক বিজয় কে নস্যাৎ করার অপেচষ্টার লিপ্ত কারিদের আমরা সবাই মিলে প্রতিহত করতে হবে।
এই শ্লোগান নিয়ে নতুনবাজারস্হ ব্যবসায়িকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৭ জুলাই বুধবার সকলে নতুনবাজার ব্যবসায়িদের সাথে মতবিনিময় সভা উপস্থিত ছিলেন-বিশিষ্ট সমাজ সেবক ও নতুনবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জনু।
এছাড়া ব্যবসায়িদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নাছির আহমেদ খান, রিপন ঢালী, শহীদ বেপারী, রুহুল বেপারী, শিপন পাটওয়ারী, সেলিম, খলিল ভূইয়া, শােয়াব, আলমগীর হোসেন, বিল্লাল হোসেন , লোকমান হোসেন, হযরত আলী, ইউসুফ, সালাম ভূইয়া, বিল্লাল হোসেন, নাছির বেপারী, ইকবাল হােসেন লিটনসহ অন্যান্য ব্যবসায়িরা।
https://www.songbadtoday.com/?p=91717
Post Views: ৭২