চাঁদপুর নৌ পুলিশের
অভিযানে আটক-৬
মানিক দাস, চাঁদপুরঃ
চাঁদপুর নৌ পুলিশের অভিযানে লঞ্চ ঘাটের পল্টুনে যাত্রী হয়রানির অভিযোগে ৬ সিএনজি স্কুটার ও অটোচালককে আটক করেছে।
আটকৃত হলোঃ লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার মধ্য কেরোয়ারা গ্রামের আলী (৩৭), ফরিদগঞ্জ উপজেলার রাঘারত চরের রুবেল মুন্সী (২৭), কান্তাবাতপুরের আব্দুল কাদের (৩৫), চাঁদপুর শহরের নিশি বিল্ডিং রোড এলাকার কাজল হোসেন (২৫), উত্তর বালিয়া গ্রামের হাসান গাজী (২৬)।
এদের বিরুদ্ধে চাঁদপুর নৌ পুলিশ পুলিশ আইন ১৮৬১ এর ৩৪ ধারায় মামলা দায়ের করে কোটের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
https://www.songbadtoday.com/?p=85636
Post Views: ৬৯