চাঁদপুর পুরান বাজার বড় মসজিদ
মোড়ে বিএনপির পথ সভায়
মানিক দাস, চাঁদপুরঃ
চাঁদপুর পুরান বাজার বড় মসজিদ মোড়ে বিএনপির পথ সভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝির পরিচালনায় সভাপতির বক্তব্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমরা বিএনপি ধংসের রাজনিতীতে বিশ্বসি না। যারা দু নৌকায় পা রেখেছেন তাদের চিন্হিত করতে হবে।
যারা কিশোর গ্যাং সৃষ্টি করে নৈরাজ্য সৃষ্টি করেছে তাদের ও চিন্হিত করতে হবে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমান চাঁদাবাজ, সন্ত্রাস কে আশ্রয় প্রশ্রয় কখনো দেয়নি এবং দিবে না।
আপনারা পুরান বাজার এলাকার নেতা কর্মীরা এ ধরনের সন্ত্রাসীদের তালিকা আগামী ৪৮ ঘন্টার মধ্যে তৈরি করে ওয়ার্ডের সভাপতি সাধারন সম্পাদকের কাছে দিবেন। আমরা তাদের কে সেনাবাহিনীর হাতে তুলেদেব। আপনারা প্রশাসনকে কথা দেন শরীরে রক্ত বিন্দু থাকা পর্যন্ত প্রশাসনকে সর্বাত্রক ভাবে সহায়তা করবেন।কাল থেকে পুলিশ প্রশাসন পূর্বের ন্যায় দায়িত্ব পালন করেবে।
কোনো দোকান বন্ধ রাখা যাবে না। আগামী কালকে সবাই ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিবেন। ব্যবসা ধংস করা যাবেনা।
এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুল হামিদ মাস্টার, সাধারন সম্পাদক অ্যাডঃ সলিমুল্লা সেলিম, জেলা বিএনপির সহ সভাপতি জমীম উদ্দীন খান বাবুল, অ্যাডঃ একেএম মোস্তফা কামাল, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেরা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।
https://www.songbadtoday.com/?p=91686
Post Views: ৯১