চাঁদপুর পৌরসভার মেয়রের উদ্যোগ
হকার মুক্ত বড় স্টেশন মোলহেড
মানিক দাস, চাঁদপুরঃ
চাঁদপুর পৌরসভার মেয়রে অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল মহতি উদ্যোগে হকার মুক্ত হলো বড় স্টেশন মোলহেড। চাঁদপুর ত্রী নদীর মিলনস্হল হলো বড় স্টেশন মোলহেড।
এ পদ্মা, মেঘনা আর ডাকাতিয়া নদীর মিলনস্থল। এ স্হানটি ভ্রমন পিপাসুদের প্রিয় ও পছন্দের জায়গা।
প্রতিনিয়ত শত শত পর্যটক পরিবার পরিজন নিয়ে এখানে বিকালের ক্লান্তিময় সময় অতিবাহিত করতে ছুটে আসে।
কিন্তু এখানে একটি অসাধু চক্র তাদের ইচ্ছে মতো হকার বসিয়ে চাঁদা আদায় করে বলে একাধিক সূত্র থেকে জানাযায়। এ চাঁদাবাজির সাথে রেলওয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য জড়িত বলে ও জানাগেছে।
প্রতিটি হকারের কাছ থেকে প্রতিদিন ৫০ থেকে ১০০ টাকা করে নেয়া হয়। যার কারণে হকাররা তাদের ইচ্ছা মতো টেবিল চেয়ার বসিয়ে পর্যটকদের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখে।
আজ ১৭ জুলাই বুধবার বিকালে চাঁদপুর পৌরসভার মেয়রে অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েলের নির্দেশে প্রসাশনিক কর্মকর্তা মফিজুল ইসলাম হাওলাদারের নেতৃত্বে পৌর কর্মচারীরা বিকাল ৪ টায় উচরছেদ অভিযান পরিচালনা করে। প্রথমে তারা হকারদের কে ১ ঘন্টা সময় বেধেঁ দেন।
এসময়ের মধ্যে সকাররা নিজেরাই তাদের স্হাপনা সরিয়ে নিয়ে পুরো এলাকাটিকে পরিস্কার করে দেয়। চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল কে এমন মহতি উদ্যোগ গ্রহন করায় ভোক্ত ভোগী পর্যটকরা সাধুবাদ জানাতে দেখা যায়। তারা মেয়রের প্রতি অনুরোধ জানান, এ অভিযান যেন সব সময় অব্যাহ থাকে, তাহলে ভ্রমন পিপাসুরা এখানে পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসে আনন্দ ইপভোগ করতে পারবে।
https://www.songbadtoday.com/?p=89669
Post Views: ৭২