চাঁদপুর শহরে দেয়ালে দেয়ালে
শিক্ষার্থীদের চিত্রকর্ম
মানিক দাস, চাঁদপুরঃ
রং-তুলির আঁচড়ে চাঁদপুরের জরাজীর্ণ দেয়াল এখনো সাজাচ্ছেন শিক্ষার্থীরা। এতে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেছেন তারা। ‘বিকল্প কে ? আমি তুমি আমরা’, যুদ্ধ করে জীবন দিয়ে বিজয় নিয়ে এলাম’, ‘পানি লাগবে পানি?’, ‘আমার রঙে স্বাধীনতা’-এমন নানান প্রতিবাদী উক্তি শোভা পাচ্ছে শহরের দেয়ালগুলোতে।
শুধু জরাজীর্ণ দেয়ালই নয়, চাঁদপুর শহরের মন্দির গুলোর বাইরের ও ভেতরের দেয়াল গুরোতে ও সনাতন ধর্মীয় ছবি তারা ফুটিয়ে তুলে সনাতনি ছাত্র জনতা ঐক্যের ব্যানারে।
শনিবার ১৭ আগস্ট বৈড়ি আবাহাওয়ার মাঝে সকালে শহর ঘুরে এমন চিত্র সব দেখা যায়। শহরের বড় স্টেশন রক্তধারা, চাঁদপুর পৌরসভা, চাঁদপুর সরকারি কলেজ, সরকারি স্টাফ কোয়াটার, সড়ক ভবনে দেয়াল, চাঁদপুর সরকারি মহিলা কলেজ, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, গণি মডেল উচ্চ বিদ্যালয়, ডেপোডিল স্কুল এণ্ড কলেজের দেয়াল, পুলিশ বক্স, রাম কৃষ্ণ মিশন ও আশ্রম, গোপাল জিউর আখড়া, কালিবাড়ি মন্দিরের দেয়ালসহ সনাতনি বিভিন্ন ধর্মীয় উপাসানালয়ের দেয়ালে ছাত্র-ছাত্রীরা তাদের মনের মতো করে ছবি আঁকছেন। তবে তাদের লেখার মধ্যে আছে প্রতিবাদের ভাষা, ত্যাগের ভাষা। তাদের লেখা দেখে আমাদের অনেক কিছু শেখার আছে। যারা রাস্তায় চলাচল করছে তারা সবাই এক নজর হলেও দেখে যাচ্ছে তাদের কাজ।
চাঁদপুর শহরের রাম কৃষ্ণ মিশন ও আশ্রম, গোপাল জিউর আখড়া, কালিবাড়ি মন্দিরের দেয়াল গুলোতে সনাতনি বিভিন্ন ধর্মীয় ছবি ও বাণী লিখছে। বানী গুলোর মাঝে “মৃত্যু বা কালীকে উপাসনা করিতে সাহস পায় কজন “এসো আমরা মৃত্যুকে উপাসনা করি। আমরা যেন ভীষনকে ভীষন জানিয়াই আলিঙ্গন করি। তাহাকে যেন কোমতলব হইতে অনুরোধ না করি,আমরা যেন দুঃখের জন্যই দুঃখক বরন করি। স্বামী বিবেকানন্দ। এমন সব বাণী চাঁদপুর শহরের মন্দিরের দেয়াল গুলোতে শোভা পাচ্ছে।
https://www.songbadtoday.com/?p=92423
Post Views: ৬৯