চাঁদপুর শহর রক্ষা বাঁধে হঠাৎ ধস,
আতঙ্কে হাজারো পরিবার
মানিক দাস:
চাঁদপুর শহর রক্ষা বাঁধের বেশ কিছু এলাকার সিসি ব্লক হঠাৎ করে মেঘনা নদীতে ধসে পড়ে। প্রায় ৮০ মিঃ এলাকা ঝুঁকিপূর্ণ। আর এতে করে আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা।
২ জানুয়ারী রবিবার সকালে শহরের লঞ্চ ঘাট এলাকার টিলাবাড়ি নামক স্হানে এই ঘটনা ঘটে। ঘটনার খবর শুনে আশপাশের মানুষ দিকবিদিক ছুটাছুটি করতে দেখা যায়।
স্থানীয় আলমগীর, রফিক, জহির উল্ল্যাহসহ কয়েকজন জানান, সকালে হঠাৎ করে ব্লক দেবে যাচ্ছে বলে মানুষ ছুটাছুটি শুরু করে। প্রায় একশ মিটার এলাকার সিসি ব্লক নদীতে বিলীন হয়ে গেছে। সিসি ব্লক ধসে পড়ায় ফাটল দেখা দিয়েছে।
তবে আরো এলাকা ভাঙতে পারে। ফাটল স্থানের আশপাশে প্রায় হাজারো পরিবারের লোকজন বসবাস করে। সবাই আতঙ্কে রয়েছে।
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, আমরা সকাল থেকেই কাজ করছি। ভাঙন ও ফাটলের কারনে প্রায় ৮০ মিঃ এলাকা ঝুঁকিপূর্ণ। তবে শিঘ্রই ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে।