চাঁদপুর সদরে জেলেদের
মাঝে চাউল বিতরণ
মানিক দাস, চাঁদপুরঃ
চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়ন পরিষদে নিবন্ধিত জেলেদের মাঝে জাটকা রক্ষায় তৃতীয় কিস্তির এপ্রিিল মাসের চাল বিতরণ করা হয়েছে।
জাটকা রক্ষায় সরকার ঘোষিত জেলেদের পুনর্বাসন করতে হানারচর ইউনিয়নে নিবন্ধিত ২১৪২ জন জেলের মাঝে চাউল বরাদ্দ পাওয়া গেছে ২১০৭ জনের। বরাদ্দ পাওয়া জেলেদের মাঝে সমপরিমান করে চাউল বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সচিব ফজলুল হক গাজী, ট্যাগ অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন।
প্যানেল চেয়ারম্যন হারুনুর রশিদ খান, আবুল বাশার, দেলু বেপারী, আবুল কালাম কালু, কাদির মিজি, আবুল খায়ের, আব্দুল হালিম বেপারী,বারেক তালুকদার, অলি উল্যাহ মিয়াজি, রাশিদা বেগম, খুরশিদা বেগম, শামিমা বেগমসহ সকল সদস্য।
https://www.songbadtoday.com/?p=86000
Post Views: ৩৮