চাঁদপুর সদর উপজেলায়
রাত পোহালেই ভোট
মানিক দাস, চাঁদপুরঃ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর দ্বিতীয় ধাপে ২১ মে মঙ্গলবার চাঁদপুর সদরসহ ৩ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী মাঠ উত্তপ্ত ছিল। রাত পোহালে নির্বাচন।
চাঁদপুর সদরের পাঁচ প্রার্থীই ক্ষমতসীন দল আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা। জেলা যুবলীগের আহ্বায় মিজানুর রহমান কালু ভূইয়া মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে ছিলেন।
১৯ মে এই প্রার্থী সংবাদ সম্মেলন করে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। রাত পোহালে নির্বাচন। চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী একই দল থেকে প্রতিদ্বন্দিতা করছেন।
ভোটার ও সাধারণ লোকজনের অভিমত, এই উপজেলায় মূল প্রতিদ্বন্দ্বিতা হবে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান প্রার্থী দোয়া করলাম প্রতীকের আয়ুব আলী বেপারী ও সদর উপজেলা যুবলীগের আহবায়ক, সাবেক ছাত্রলীগ নেতা ও আইনজীবি মো. হুমায়ুন কবির সুমনের (ঘোড়া) প্রতীকের সাথে। ও
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চাঁদপুর সদরে ১৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা রয়েছে। এর মধ্যে ভোট কেন্দ্র রয়েছে ১৩৪ টি, স্থায়ী ৯৫১টি ও অস্থায়ী ৫৬ টিসহ মোট ভোট কক্ষ রয়েছে ১ হাজার ৭টি।
মোট ভোটার ৪ লাখ ১৭ হাজার ১১১ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৬ হাজার ৮০৩ জন ও মহিলা ২ লাখ ৩০৭ জন ও হিজড়া ভোটার ১ জন রয়েছে।
চাঁদপুর সদর উপজেলায় বর্তমানে ৪ জন চেয়ারম্যান, ৩ জন ভাইস চেয়ারম্যান ও ২ জন মহিলা ভাইস চেয়ারম্যানসহ মোট ৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রতীক পাওয়ার পর প্রার্থীরা ১৪ ইউনিয়ন ও পৌরসভার ১৫টি ওয়ার্ডে তাদের প্রচার-প্রচারণা চালিয়েছেন।
রাত পোহালে এখন দেখার বিষয় আগামী ৫ বছরের জন্য ভোটারগণ কাকে জনপ্রতিনিধি করছে।
চাঁদপুর সদরে চেয়ারম্যান পদে প্রার্থী হলেন ৪ জন। মো. আইয়ুব আলী (দোয়াত কলম), মো. হুমায়ুন কবির (ঘোড়া), রাকিব মাঝি (আনারস) ও মোহাম্মদ নুরুল ইসলাম-নাজিম দেওয়ান (কাপ-পিরিচ)।
ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হলেন ৩ জন। আবুল বারাকাত মো. রেজওয়ান (চশমা), মো. নুরুল হায়দার সংগ্রাম (টিউবওয়েল) ও মো. হারুনুর রশিদ হাওলাদার (তালা)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হলেন দুই জন। রেবেকা সুলতানা-মুন্না (পদ্ম ফুল) ও শিপ্রা দাস (ফুটবল)।
চাঁদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জামশেদুল ইসলাম বলেন, এ বছরই প্রথম অনলাইনের মাধ্যমে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।
আর ইভিএমএর মাধ্যমে আজ মঙ্গলবার ২১ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
রাত পোহালেই ইভিএমএর মাধ্যমে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলবে।
https://www.songbadtoday.com/?p=86602
Post Views: ৫৪