চাঁদপুর সরকারি হাসপাতাল
ক্যান্টিনকে জরিমান
মানিক দাস, চাঁদপুরঃ
চাকুরী ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের দুটি প্রতিষ্ঠান থেকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ ১৬ মে বৃহস্পতিবার চাঁদপুর শহরের করিম পাটোয়ারী সড়কের চিত্রলেখা মোড়ে কোন বেকারিতে প্রথমে অভিযান পরিচালনা করা হয়েছে।
হংকং বেকারিতে ক্ষতিকর ক্যামিকেল দিয়ে বিস্কুট তৈরি ও অগ্রিম উৎপাদনের তারিখ মনোগ্রামে লিখে রাখার কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এরপর চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ভিতরে রোগীর খাবারের ঠিকাদারের ক্যান্টিনে অভিযান চালানো হয়।
ঠিকাদার সঞ্জীব পোদ্দারের ক্যান্টিন থেকে রোগীদেরকে তিন বেলা খাবার সরবরাহ করা হয়ে থাকে।
সরকারি নিয়ম অনুযায়ী তিন বেলা আহারে যে পরিমাণ খাবার সরবরাহ করার কথা তার চেয়ে অনেক কম পরিমাণে রোগীদের খাবার দেয়া হয় ।
সকালে পাউরুটি দেয়ার কথা ২০০গ্রামের কিন্তু দেওয়া হচ্ছে তারো কম ও ছোট পরিমানের পাউরুটি। রুই মাছ দেয়ার কথা ২৩০ গ্রাম করে,তারা দিচ্ছে মাত্র ৮০/৯০গ্রাম।
তালিকা অনুযায়ী দেখা যায় যেখানে যা দেয়ার কথা পরিমাণে তার চেয়ে অনেক কম দেয়া হচ্ছে। ওজন পরিমাপক মেশন নষ্ট। এছাড়া রান্নায় অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশ। যা রীতিমত আইন বিরোধী।
যা বলা চলে রোগীদের ও ভোক্তাদের সাথে প্রতারণা। এসব অনিয়মের কারনে সঞ্জীব পোদ্দারের ক্যান্টিনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের এডি নূর হোসেন রুবেল। তাকে সহযোগিতা করেন জেলা আনসার ব্যাটালিয়ন চাঁদপুরের একটি চৌকশ টিম।
সর্বমোট ২ টি প্রতিষ্ঠান থেকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
Post Views: ৭২