চাঁদপুর হার্ডওয়ার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি ঘোষণা
মানিক দাস, চাঁদপুর:
চাঁদপুর হার্ডওয়ার ব্যবসায়ী সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই সোমবার সন্ধ্যায় শহরের রেড চিলি চাইনিজ রেস্টুরেন্টে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, চাঁদপুর হার্ডওয়ার ব্যবসায়ী সমিতি চাঁদপুরের হার্ডওয়ার ব্যবসায়ীদের একমাত্র সংগঠন। যে সংগঠন দীর্ঘদিন যাবৎ হার্ডওয়ার ব্যবসায়ীদের সুখ-দুখ ও উন্নয়নে কাজ করছে। কেউ কেউ হার্ডওয়ার ব্যবসায়ীদের সংগঠন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।চাঁদপুর হার্ডওয়ার ব্যবসায়ী সমিতি ১৯৮৬ সালে প্রতিষ্ঠা করা হয়। সেই থেকে এ সমিতি ব্যবসায়ীদের সুখে দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছে।
তাই সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের মূল লক্ষ্য হলো ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করা।আমরা বিগত দিনে ঐক্যবদ্ধ ছিলাম এখনো আছি। আগামী দিনে ঐক্যবদ্ধ থেকে ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করে যাব।
বিশেষ সাধারণ সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর হার্ডওয়ার ব্যবসায়ী সমিতির সদ্য বিদায়ী আহ্বায়ক রোটাঃ আলহাজ্ব মোঃ হাফিজ মিয়া। বিশেষ সাধারণ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সমিতির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব ফারুক আহমেদ কাকন।
চাঁদপুর হার্ডওয়ার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কমিটির সদস্য লায়ন মোহাম্মদ মফিজুল ইসলাম খান সেলিমের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক মোল্লা। এছাড়া আরো বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক মোঃ ফারুক খান, সদস্য মোঃ বাশার মিজি, মোঃ বাদশা খান।
আগামী এক বছরের জন্য চাঁদপুর জেলা হার্ডওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কাশেম, সিনিয়র সহ সভাপতি নাসির উদ্দীন আহমেদ, সহ সভাপতি মোহাম্মদ আলী প্রধানিয়া,সহ সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান নান্নু, সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত ভুইয়া, অর্থ সম্পাদক আবু হানিফ, প্রচার ও দপ্তর সম্পাদক নিতাই কর্মকার, সমাজ সেবা সম্পাদক আলহ্বাজ সামছুল হুদা, ক্রিড়া সম্পাদক রুবেল প্রধানিয়া, সম্মনিত সদস্য মিজানুর রহমান মাল ও আমির হোসেন।এই ১৩ সদস্যের কমিটির নাম ঘোষণা করেন চাঁদপুর হার্ডওয়ার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক রোটারিয়ান আলহাজ্ব মোঃ হাফিজ মিয়া।
Post Views: ৫৮