চাঁদপুর হার্ডওয়্যার ব্যবসায়ী সমিতির
অভিষেক সম্পন্ন
মানিক দাস, চাঁদপুরঃ
চাঁদপুর হার্ডওয়্যার ব্যবসায়ী সমিতির লিমিটেড রেজিঃ নং ০৯ /চাঁদ /২২ এর অভিষেক সম্পন্ন হয়েছে। ২৮ জুলাই বৃহস্পতিবার রাত ৯ টায় শহরের হাজী মহসিন রোডস্হ রসুই ঘর চাইনিজ রেস্টুরেন্টে অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চাঁদপুর হার্ডওয়্যার ব্যবসায়ী সমিতি লিঃ এর সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক এম হান্নানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল।শুরুতে আমন্ত্রিত অতিথিদের কে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথি বলেন, ছোট বেলা থেকে এ এলাকায় এ ব্যবসা দেখে এসেছি। এ প্রতিষ্ঠান গুলো আমাতের শৈশবের স্মৃতি হিসেবে স্মরনিয় হয়ে আছে। আপনারা যদি নিজেদের হার্ট কে নরম রাখবেন। শক্ত রাখবেন না। প্রতি পক্ষ যারা তারা ও চায় একত্রিত হতে চায়। যে কারণে দ্বিধা বিভক্তি সে সব কাণ গুলো চিন্হিত করতে হবে। আমরা একত্রিত করবো কাদের কে যারা হাডওয়্যার ব্যবসায়ী তাদের কেই একত্রিত করতে হবে।আমাতের এলাকায় এ ধরনের ব্যবসায়ী সমিতির মাঝে দ্বিধা বিভক্তি আমাতের কাম্য নয়।আমরা উভয় কে ডাকবো তাদের কথা শুনবো।
হাডওয়্যার ব্যবসায়ীদের লাইসেন্স থাকতে হবে তারাই সমিতির সদস্য থাকতে পারবে।এখানে যারা আছেন তারা পুরনো ও প্রকৃত ব্যবসায়ী। বিভক্তি টা এমন স্হানে নেয়া যাবে না তা দূরত্ব সৃষ্টি না হয়। যে ভূল করবে সে ফিরে আসতে চেয়ে ও আসতে পারে না এমন কিছু করা যাবে না।
অন্যান্য বক্তারা বলেন লিমিটেড হলো সমবায়ের মূল। সমবায়ের মূল কথা হলো যে সমিতি করা হবে সে যে ব্যবসায়ী সেই ব্যবসায়ী সমিতি করতে পারবে।সেখানে কত সদস্য থাকবে তার বাধ্যবাদ্ধকতা নেই। আমরা ১৯৮৬ সালে চাঁদপুর হার্ডওয়্যার ব্যবসায়ী সমিতি লিঃ প্রতিষ্ঠা করা হয়।
দু বছর মেয়াদী কমিটি করা হয়েছে।এ সমিতি ছাড়া আর কোনো কমিটি সমবায়ের অন্তভূক্ত হতে পারবে না। যারা দল ভারি করার জন্য অব্যবসায়ীদের অন্তভূক্ত করে তাদের কে সমিতির সদস্য করবেন না। আমরা দ্বিখন্ডিত সমিতি চাইনা। দুটি ভাগকে একত্রিত করা যায় সে জন্য আমরা কাজ করবো। আপনারা একত্রিত হয়ে কাজ করবেন। সমিতির সাথে সম্পৃক্ত সদস্যরা যে চাঁদা দিয়েছে তা উত্তোলন করে সদস্যদের মাঝে তা বিতরন করে দেওয়া হোক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, নাজমুল হোসেন পাটোয়ারী, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইউনুস সোহেব, সমবায় অফিসের কর্মকর্তা আজহারুল ইসলাম পাটোয়ারী।
স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর হার্ডওয়্যার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ভূইয়া। সমবায় কর্মকর্তা আজহারুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি মোঃ শরীফ, মোঃ শফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মোঃ জুয়েল তালুকদার, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খান, সমাজ সেবা সম্পাদক মোঃ খোরশেদ আলম, দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ আলমগীর হোসেন খান, ক্রীয়া সম্পাদক বিমল চক্রবর্তী টুটুল, কার্যকরী সদস্য নির্মল চক্রবর্তী ও রাসেল পাটোয়ারী
Post Views: ৮০