চাদঁপুরের পদ্মা-মেঘনায় ইলিশের আকাল
মানিক দাস, চাদঁপুরঃ
মাছ না ধরার দুই মাসের নিষেধাজ্ঞা শেষে কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছে না চাঁদপুরের জেলেরা।
ইলিশ সরবরাহ কম থাকায় চাদঁপুর বড়স্টেশন ঘাটে এখনো জমে উঠেনি ইলিশ কেনাবেচা। যাও কিছু ইলিশ নিয়ে জেলেরা ঘাটে ভিড়ছেন তার দাম আকাশছোঁয়া।
গত বছর এ সময় প্রতিদিন গড়ে ৫০ থেকে একশ মণ ইলিশ চাদঁপুরের প্রধান মৎস্য আড়তে বেচাকেনা হতো। আর এ বছর প্রতিদিন ১০-১৫ মণ ইলিশ সরবরাহ হচ্ছে।
জেলেদের জালে আহরিত ইলিশ চাদঁপুর বড়স্টেশন মাছঘাটে নিয়ে আসলে কর্মব্যস্ততা বাড়ে ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে। তবে এবছর সেই চিত্র ভিন্ন। মাছ কম থাক হাঁকডাক নেই আড়তে।
এদিকে চাদঁপুর পদ্মা-মেঘনা নদীর ইলিশ ছাড়াও দক্ষিণাঞ্চলের বেশ কয়েক জেলার ইলিশ ট্রলার ও ট্রাকে করে ঘাটে নিয়ে আসতো কিন্তু এ বছর ইলিশ কম পাওয়ায় দক্ষিণাঞ্চলের কোনো ইলিশ ঘাটে আসছে না।
মাছঘাটে আসা কয়কজন জেলে বলেন, নদীতে ইলিশসহ সব ধরনের মাছ কম। নদীতে স্রোত ও পানি কম থাকলে ইলিশ জালে উঠে না। ভোর থেকে জাল ফেলে সন্ধ্যা পর্যন্ত তেলের খরচ জোগাতে কষ্ট হয়ে যায়। এভাবে চললে আমাদের ঋণের বোঝা আরও বাড়বে।
বড়স্টেশন মাছঘাটের ইলিশ কয়েকজন ব্যবসায়ী বলেন, এ মৌসুমে ইলিশ একেবারেই কম। যা আসে তা দিয়ে বেচাকেনা চলে না। নদীর ইলিশ কম থাকায় দাম বেশি।
বর্তমানে মাছঘাটে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২২০০ থেকে ২৩০০ টাকা। আর ছোট আকারের ৫০০-৭০০ গ্রামের ইলিশ ১৩০০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। ইলিশের পুরোপুরি মৌসুম শুরু হলে দাম কমতে পারে।