মানিক দাস, চাদঁপুরঃ
ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
২৮ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টায় বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ সময় পরীক্ষা কেন্দ্রসমুহ সরেজমিনে পরিদর্শন করেন নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম-বার।
পুলিশ সুপার বলেন আমরা বিচক্ষণ ভাবে কাজ করার চেষ্টা করেছি। আমরা চাঁদপুরে শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে যোগ্যতম প্রার্থীকেই শুধুমাত্র নির্বাচিত করতে চাই। শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ হবে, অন্য কোন যোগাযোগ কিংবা তদবিরের ভিত্তিতে নিয়োগ হবে না।
নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম-বার প্রার্থীদের কোন প্রকার আর্থিক লেনদেন এবং দালাল চক্রের সাথে যোগাযোগ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন।
চাঁদপুর জেলা পুলিশের সদস্যদের নিয়ে একটি স্বচ্ছ নিয়োগ উপহার দিতে চাঁদপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম-বার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন।
এ সময় উপস্হিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ্ত রায়, টুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার পুলিশ সুপার মোঃ বদরুল আলম মোল্লা, লক্ষীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), মোঃ হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)ইয়াসির আরাফাত, সহকারী পুলিশ সুপার(মতলব সার্কেল)মোঃ খায়রুল কবীর,সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ রিজওয়ান সাঈদ জিকু সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।