চাদঁপুরে বৈশাখী মেলা উপলক্ষে
প্রেসক্লাবের মত বিনিময়
মানিক দাস, চাঁদপুরঃ
চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে মাসব্যাপী বৈশাখী মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান করার লক্ষ্যে সাংস্কৃতিক কর্মীদের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৬ মার্চ মঙ্গলবার বিকালে চাঁদপুর প্রেসক্লাবের তৃতীয় তলার মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্তর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক এমআর ইসলাম বাবুর সঞ্চালনায় বক্তারা বলেন, চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে এ মেলা করা হচ্ছে। তার কারণ হলো সাংবাদিকদের কল্যাণে কাজ করার জন্যই ফ্রান্ড গঠন করার লক্ষ্যে এ মেলার।চাঁদপুর প্রেসক্লাবের ফ্রান্ডের মাধ্যমে ক্যান্সারে আক্রান্ত তিন জন সাংবাদিকের চোকিৎসা করানো হয়েছে।
দু জন সুস্হ্য হয়েছে। একজনের অবস্হা অসংন্কা জনক।এমনি ভাবে সাংস্কৃতিক কর্মীরা যদি অসুস্থ হয় আমাতের প্রেসক্লাবে আবেদন করলে আমরা তাদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিব। তবে মাসব্যাপী বৈশাখী মেলায় আপনারা বাংলার কৃষ্টি কালচারের সাথে সমন্বয় রেখে প্রতিদিন সংস্কৃতিক অনুষ্ঠান করবেন। আমরা হয়তো মুক্তিযুদ্ধের বিজয়বাড়া মতো আপনাদেরকে আর্থিকভাবে সহায়তা করতে পারবো না তবে আপনাদের সম্মানার্থে একটা টোকেন দেওয়া হবে। এই মেলা যদি মুক্তিযুদ্ধের বিজয় মেলার মতো প্রতিষ্ঠিত হয় তখন আপনাদের এটা অনুযায়ী আমরা করতে পারবো।
এ বছর মেলাটি প্রথম বারের মতো হওয়ায় আপনাদের সকলের কাছ থেকে আমরা সহযোগিতা প্রত্যাশা করছি।
চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে মাসব্যাপী বৈশাখী মেলায় বাণিজ্যিক স্টলের পাশাপাশি শিশু কিশোরদের বিনোদনের জন্য পর্যাপ্ত রাইটসের ব্যবস্থা করা হয়েছে। নতুন প্রজন্মের কাছে বাংলার কৃষ্টি ও সংস্কৃতি ছড়িয়ে দিতে আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে প্রতিদিন মেলায় উপস্থিত থাকবেন।
বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, শরীফ চৌধুরী, শব্দযোদ্ধা কৃষ্ণা সাহা, রূপালী চম্পক, মুক্তিযুদ্ধের বিজয় মেলার মহা সচিব হারুন আল রশিদ, থিয়েটার ফোরামের সাধারন সম্পাদক শুকদেব রায়, লেখক ও কবি ডাঃ পীযুষ কান্তি বড়ুয়া, সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি তপন সরকার, নৃত্যাঙ্গনের অধ্যক্ষ রুমা সরকার, আনুপম নাট্য গোষ্ঠীর সাধারন সম্পাদক গোবিন্দ মণ্ডল, রক্সি মিউজিক্যালের অ্যাডঃ বিশ্বজিৎ কর রানা, চাঁদপুর ড্রামার সাবেক সাধারন সম্পাদক কেএম মসুদ, বঙ্গজের স্বজন সাহা, জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের জাহাঙ্গীর হোসেন, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারন সম্পাদক জহির উদ্দীন বাবর, স্বারদাদেবী সংগীত একাডেমীর নিহারঞ্জন হালদার, লেখক ও কবি ফরিদ হাসান, কচুয়া রহিমা নগর ঝিলমিল সাংস্কৃতিক সংগঠনের টি এইচ মোহন।
মতবিনিময় সবার শেষে প্রেসক্লাব নেতৃবৃন্দ সাংস্কৃতিক কর্মীদের সাথে ইফতারে মিলিত হন।
https://www.songbadtoday.com/?p=83585
Post Views: ১৪৯