বুধবার , ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আবু বকর সুজন, চৌদ্দগ্রামঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের চিওড়া রাস্তার মাথায় মজুমদার মার্কেটে মঙ্গলবার রাতে অগ্নিকান্ডের ঘটনায় পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
পরে খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছে।
সুত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আটটার সময় স্থানীয় ব্যবসায়ী সাদেক মিয়া হোটেলে থেকে গ্যাস সিলিন্ডারে পাইব লাইন লিকেজ হয়ে এই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটলে আসপাশের থকা দোকান সহ পাঁচটি দোকান পুড়ে যায়।
এতে সাদেক মিয়ার ভাতের হোটেল সহ মো: ফরিদ মিয়ার মুরগী দোকান, মো: তাজুল ইসলামের ওষুধের দোকান, সাইফুল হুজুরের লাইব্রেরী দোকান ও আব্দুল মান্নানের পার্সের দোকান পুড়ে যায়।