বুধবার , ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আবু বকর সুজন, চৌদ্দগ্রামঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে মেরামতের সময় ব্যাটারির ছাই ভর্তি কার্ভাডভ্যানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও তা থেমে থেমে আবার বেড়ে যায়।
এসময় ফায়ার সার্ভিসের পানির লাইন মহাসড়কের উপর দিয়ে নেওয়ার কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। শুক্রবার রাত পৌনে আটটায় এ রিপোর্ট লিখা পর্যন্ত মহাসড়কে যান চলাচল কিছুটা স্বাভাবিক হলেও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শুক্রবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় উপজেলা সদরের কালিবাজার এলাকার আবদুল মমিনের বিসমিল্লাহ ওয়াকসর্পে এ ঘটনা ঘটে। ওয়াকসর্পের মালিক আবদুল মমিন জানান, কার্ভাডভ্যানের (ঢাকামেট্টো ট ২০-৭১৭২) ওয়েল্ডিং করার সময় হঠাৎ আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
চালক রমজান আলী জানান, পাবনা থেকে ব্যাটারির ছাই ভর্তি করে চট্টগ্রাম যাওয়ার সময় কাভারভ্যানটি উপজেলার চিওড়া এলাকায় বৃহস্পতিবার দুর্ঘটনার শিকার হয়। এতে গাড়িটা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়, তাই হাইওয়ে পুলিশের সহযোগিতায় শুক্রবার দুপুরে কালিরবাজার বিসমিল্লাহ ওয়াকসপে নিয়ে আসি। সেখানে ওয়েল্ডিং এর কাজ করার সময় সন্ধ্যায় সাড়ে পাঁচটায় গাড়িতে হঠাৎ আগুন ধরে যায়।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর চৌদ্দগ্রাম ষ্টেশন মাষ্টার মেহেদী হাসান জানান, গাড়িতে ব্যাটারির বারুদ জাতীয় কেমিক্যাল ভর্তি ছিল। মালামাল ভর্তি গাড়িতে ওয়েল্ডিং এর কাজ করার সময় আগুনের সুত্রপাত বলে তিনি জানান।
প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লোকমান হোসেন জানান, উপজেলার কালিরবাজার এলাকায় একটি গাড়িতে আগুন ধরে যায়।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মহাসড়কের উপর দিয়ে পানির লাইন নেওয়ার ফলে কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। আগুন নিয়ন্ত্রণে আসার পর হাইওয়ে পুলিশ দ্রুত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে দেয়।