চৌদ্দগ্রামে কালকোট তাফসীরুল
কোরআন মাহফিল অনুষ্ঠিত
আবু বকর সুজন, চৌদ্দগ্রামঃ
চৌদ্দগ্রামে কালকোট ইসলামি সমাজ কল্যাণ পরিষদ ও যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় তম তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ শে নভেম্বর) কনকাপৈত ইউনিয়ন কালকোট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাফসিরুল কোরআন মাহফিল প্রধান মুফাসসির হিসেবে তাফসির পেস করেন ঢাকা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস মুফতী ড.আবুল কালাম আজাদ (বাসার) ।
কনকপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদারের সভাপতিত্বে প্রধান মেহমান হিসাবে তাসফির পেস করেন কুমিল্লা জামেয়া দারুল হুদা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক মোল্লা নাজিম উদ্দিন, বিশেষ মুফাসসির হিসাবে তাসফির পেস করেন এ টি এন বাংলা ও বাংলাভিশনের ইসলামি আলোচক মাওলানা ক্বারী শাহজাহান সাঈদী, তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহাফুজুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, বিশেষ মুফাসসির কনকপৈত পন্নারা জামে মসজিদের খতিব মোল্লা ফুয়াদ বিন মোস্তাফা, বিশেষ আলোচক হাফেজ আমির হামজা মজুমদার, কনকাপৈত ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ হাসান মজুমদার।
অনুষ্ঠান সঞ্চাচলনায় ছিলেন কনকাপৈত ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মজিবুল হক মজুমদার দুলাল।
মাহফিলে সঙ্গীত পরিবেশন করেন ময়নামতি শিল্পী গোষ্ঠী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জামায়াতে ইসলামী কালকোট ইউনিট সেক্রেটারি ও সমাজ সেবক ফারহান মজুমদার। বিশিষ্ট সমাজসেবক ফারুক হোসেন মজুমদার ও মোঃ জুয়েল মজুমদার।