শুক্রবার , ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আবু বকর সুজন, চৌদ্দগ্রামঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে জনতার অধিকার- আমাদের অঙ্গীকার এই স্লোগানকে সামনে রেখে গণ অধিকার পরিষদ ঘোলপাশা ইউনিয়ন নবগঠিত কমিটির সংবর্ধনা ও দরিদ্র পরিবারকে ভ্যানগারি উপহার দেওয়া হয়েছে।
শনিবার (১৫ জানুয়ারি) বিকালে ঘোলপাশা ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা গণ অধিকার পরিষদের সাবেক যুগ্ম সদস্য সচিব রেজাউল করিম রিপন।
চৌদ্দগ্রাম উপজেলা গণ অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক এন এইচ রাসেল বাঙালীর পরিচালনায় বক্তব্য রাখেন গণধিকার পরিষদ কুমিল্লা জেলা শাখা সভাপতি ফয়েজ উল্লা, গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম ফরিদ আমিন, ছাত্র অধিকার পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি আব্দুস সালাম, কুমিল্লার দক্ষিণ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুল আউয়াল, চৌদ্দগ্রাম উপজেলা যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি এমএইচ তামজিদ, ঘোলপাশা ইউনিয়ন গণধিকার পরিষদের আহবায়ক মীর হোসেন, সদস্য সচিব রাশেদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান শেষে ঘোলপাশা ইউনিয়নের গোরাগরা গ্রামের দরিদ্র ফ্যামিলি সন্তান জসিম উদ্দিনকে গণ অধিকার পরিষদ চৌদ্দগ্রাম উপজেলা পক্ষ থেকে একটি ভ্যান গাড়ির উপহার দেওয়া হয়।