সোমবার , ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম জাতীয় পাটি (জাফর) মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা চিওড়া ইউনিয়ন কাজীর বাজারে জাতীয় পার্টির কার্যালয় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ চৌধুরী পাশা।
জাতীয় যুব সংহতির উপজেলার আহবায়ক কাজী শহীদের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খবির আহমদ মজুমদার।
উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক পাটোয়ারী, পৌরসভা জাতীয় পার্টির নেতা সাবেক মেম্বার আলী আশরাফ, গুণবতী ইউনিয়ন জাতীয় পার্টির নেতা জানে আলম দোভাষী, ডাক্তার মকবুল আহমেদ, শাহিন মিয়া, কাশিনগর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা লুৎফুর রহমান, মুন্সিরহাট ইউনিয়ন জাতীয় পার্টির নেতা নুর ইসলাম নুরু, কনকাপৈত ইউনিয়ন জাতীয় পার্টির নেতা জাফর আহম্মদ, বাহার মজুুমদার, উপজেলা যুব সমিতির নেতা বিল্লাল হোসেন স্বপন, চিওড়া ইউনিয়ন জাতীয় পার্টির নেতা সাবু মেম্বার, কাজী বিপ্লব, সাবেক মেম্বার মিয়াজান, ইউনিয়ন যুব নেতা কাজী ছুট্টু, কাজী সোহাগ, শ্রমিক নেতা কাজী সুমন মিয়া, উপজেলা ছাত্র সমাজের নেতা মিজানুর রহমান, আব্দুল আহাদ, রহমাতুল্লাহ, মহাসিন মিয়া, ওবায়দুল হক প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা ভাঙচুর, লুটতরাজ, অগ্নিসংযোগ বন্ধ করে আইন নিজের হাতে না তুলে ধৈর্য ধারণ করার আহ্বান জানান।