সোমবার , ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
কাশিনগর ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে গণজমায়েত ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ আগষ্ট) বিকেলে কাশিনগর আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত গণজমায়েত আনন্দ মিছিল প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি (কাজী জাফর) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী মোঃ নাহিদ।
কাশিনগর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা আবুল কাশেম ডিলারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জাতীয় পার্টি চৌদ্দগ্রাম উপজেলার সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ চৌধুরী পাশা, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির মজুমদার, উপজেলা জাতীয় পার্ট সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক পাটোয়ারী, উপজেলা যুব সংহতির আহবায়ক কাজী সহিদের পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন কাশিনগর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা আবু রশিদ,আবদুল ওয়াদুদ মেম্বার, জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্র সমাজের নেতা বসির আহমমদ, কাশিনগর ইউনিয়ন যুব সংহতিট নেতা ডাঃ সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন, কাশিনগর ইউনিয়ন ছাত্র সমাজের নেতা সাইফুল ইসলাম, হাসিবুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন গুনবতী ইউনিয়ন জাতীয় পার্টি সদস্য সচিব জানে আলম দোবাসী, আলকরা ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব আবুল কালাম আজাদ বাবুল, চৌদ্দগ্রাম পৌরসভা জাতীয় পার্টির নেতা আলি আশরাফ মেম্বার, চিওড়া ইউনিয়ন জাতীয় পার্টির নেতা সাবু মেম্বার, কালিকাপুর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা মোজাম্মেল হোসেন, মনির হোসেন, কাশিনগর ইউনিয়ন যুব সংঘটিন নেতা মোতালেব হোসেন, ইয়াকুব আলী, মিজানুর রহমান।