শুক্রবার , ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
টানা বৃষ্টি ও সীমান্তের ওপারের পাহাড়ি ঢলে চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তেরটি ইউনিয়নের নিম্নাঞ্চলের স্বাস্থ্য কমপ্লেক্স, আমন ধানের বীজতলা, শাক সব্জি ক্ষেত, ফসলি জমি ও বাড়িঘর প্লাবিত হয়েছে,ভেসে গেছে অনেক পুকুরের মাছ। শিক্ষা প্রতিষ্ঠানে বৃষ্টির পানি প্রবেশ করেছে।
উপজেলা বিভিন্ন এলাকায় খাল ও ড্রেনের পানি নিস্কাশন ব্যবস্থা না থাকায় মানুষের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে।
শুক্রবার বিকালে সরেজমিন ঘুরে দেখা গেছে, গত বুধবার রাত থেকেই চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তেরটি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে ভারি বর্ষণ হয়েছে।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাঠে হাঁটুর উপরে পানি জমেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পানি প্রবেশ করায় চিকিৎসা নিতে আসা অসুস্থ রোগীদের হাঁটু পানিতে চলাচলে ব্যাঘাত ঘটে। বিভিন্ন এলাকার লোকজন তাদের শিশু সন্তান ও গরু ছাগল নিয়ে দিশেহারা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পৌর এলাকার বীরমুক্তিযোদ্ধা আবদুর রশিদ চেয়ারম্যান বাইপাস সড়ক, লক্ষীপুর সড়ক, মধ্যম চান্দিশকরা বীর মুক্তিযোদ্ধা বাচ্চুমিয়া সড়ক,কিং শ্রীপুর হাইস্কুল রোড, পশ্চিম ধনমুড়ি হায়দারপুল সড়ক, নাটাপারা বারজুলি খাল, আমজাদের বাজার কনকাপৈত সড়ক, দক্ষিণ ফালগুনকরা পালবাড়ি সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে অনেকগুলো পুকুরের মাছ ভেসে গেছে। তলিয়ে গেছে বিভিন্ন এলাকার আমন ধানের বীজতলা। ফলে দিশেহারা হয়ে পড়েছে কৃষক।
পানি নিস্কাশনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতির কারনে কয়েকদিনের টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে পারে বলে কৃষকরা জানান।
বন্যার পানি কয়েক দিন স্হায়ী হলে আমন ফসলের জমি ও চারাভিটি নষ্ট হয়ে যাওযার সম্ভাবনা রয়েছে।
পৌরসভার মধ্যম চান্দিশকরার কৃষক কামাল হোসেন পাটোয়ারী, শ্রীপুরের আবু তাহের, চাটিতলা গ্রামের মিজানুর রহমান ,চিওড়ার কৃষ্ণপুর গ্রামের ইউছুফ, সারফটি গ্রামের মোঃ হোসেন জানান, গত দুইদিনের ভারি বৃষ্টির ও ভারতীয় পাহাড়ি ঢলের পানিতে এলাকার আমন ধানের বীজতলাসহ ফসলি জমি ডুবে গেছে।
এতে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। মুন্সিরহাট এলাকার ফেলনা গ্রামের কৃষক মোখলেছ মিয়া বলেন, টানা গত দুইদিনের বৃষ্টিতে শাক-সবজি ক্ষেত তলিয়ে গেছে। চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, গত দুই দিনের বৃষ্টিতে ও পাহাড়ি ডলে উপজেলা কমপ্লেক্স পরিদর্শন করে জলাবদ্ধতা দেখেছি।