বুধবার , ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকাল উপজেলার বাতিসা হাইস্কুল মাঠে প্রধান অতিথি হিসাবে বাতিসা জোনের খেলা উদ্ধোধন করেন বাতিসা ইউপি চেয়ারম্যান কাজি ফখরুল আলম ফরহাদ।
বিশেষ অতিথি হিসেবে উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার মিজানুর রহমান, শিক্ষক প্রতিনিধি ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মজিবুর রহমান বাবলু, কোমারডোগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী কামাল পাশা, কনকাপৈত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ ভট্টাচার্য, সোনাপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার উল্যাহ, চাপিরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, আটগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, দুর্গাপুর প্রধান শিক্ষক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সোবহান, চানকরা প্রধান শিক্ষক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঈমাম হোসেন, দেবীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার, দৈয়ারা-বড়ৈয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরান হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দও উপস্থিত ছিলেন।
খেলা পরিচালনা করেন বাতিসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-শিক্ষক মোস্তাফিজুর রহমান ও চৌদ্দগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির।
খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ এ কনকাপৈত ইউনিয়নের হিংগুলা প্রাথমিক বিদ্যালয় ও বাতিসার আটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠত খেলায় ট্রাইবেকারে আটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩- ০ গোলে জয়লাভ করে। বঙ্গমাতা গোল্ডকাপ এ বাতিসার আটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কনকাপৈতের কনকাপৈত বালিকা বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত খেলায় কনকাপৈত বালিকা বিদ্যালয় দল ১- ০ গোলে জয়লাভ করে।