বুধবার , ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণের তাগিদে, “বৈষম্যহীন বাংলাদেশ চাই” শিরোনামে সামাজিক সংগঠন ” জাগ্রত তরুণ ” এর উদ্যোগে ছাত্রজনতা, শিক্ষক, কবিসাহিত্যিক, বীর মুক্তিযোদ্ধা ও সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৬ই আগষ্ট, বিকালে ঐতিহ্যবাহী চিওড়া বেগম ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বক্তারা বলেন কোটা সংস্কারকে কেন্দ্র করে গত জুলাই থেকে দেশব্যাপী যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, স্বৈরাচার সরকারের পতনের জন্য ছাত্রজনতার গনঅভ্যুত্থানের মাধ্যমে, শত শহীদের রক্তের বিনিময়ে যে বিজয় অর্জিত হয়েছে, সেই বিজয়ের ছোঁয়া লেগেছে শহর, নগর, গ্রাম সবখানেই।
মত বিনিময় শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও সাম্প্রতিককালে কলকতায় নিহত ডা. মৌমিতা সরকার এর স্মরণে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধা এবং ছাত্রসমাজ জাতীয় পতাকা উত্তোলন এবং উপস্থিত সকলে সমস্বরে জাতীয় সংগীত পরিবেশন করেন। এই পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের মাধ্যমে ছাত্র সমাজকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
আগত ছাত্র সমাজ এবং “জাগ্রত তরুণ” সংগঠনের পক্ষ থেকে নীতি নির্ধারণী মহলের কাছে ১৪ দফা দাবি তুলে ধরা হয়।
দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: স্থানীয় সরকার পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণ, রাজনীতি মুক্ত শিক্ষাঙ্গন প্রতিষ্ঠা, মাদক এবং ইভটিজিং প্রতিরোধ এবং এই বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা, বর্ডার ঘেষা ইউনিয়ন হওয়ার কারণে যে ধরনের অরাজকতা সৃষ্টি হওয়ার আশংকা থাকতে পারে, তা প্রতিরোধে সচেষ্ট এবং কঠোর ব্যবস্থা নেওয়া ইত্যাদি।
জাগ্রত তরুণ সংগঠনের সভাপতি নেওয়াজ মাহমুদ সভাপতিত্বে মত বিনিময় সভায় রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (কাজী জাফর) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী নাহিদ, চিওড়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আবু তাহের, দ্য ডেইলি স্টার পত্রিকার সাহিত্য বিষয়ক সম্পাদক- কবি ও গবেষক ইমরান মাহফুজ, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক কাজী শাহীন রেজা।
তানভীর হোসেন সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন কাজী মো. নজমুল, কাজী শহীদ, নাজমুল হোসেন বাবর, এডভোকেট হুমায়ুন কবির পাটোয়ারী, কাজী রকিব, শহীদুল ইসলাম ভুট্টু।
সুশীল সমাজের পক্ষ হতে ছিলেন বসীর মুন্সি, কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষক মাছুম বিল্লাহ, জয়নাল মজুমদার প্রমুখ।
এছাড়াও বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শ্রমিক জনতা উপস্থিত ছিলেন।