শুক্রবার , ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ই আগষ্ট পতন ঘটে আওয়ালী লীগ নেতৃত্বাধীন সরকারের। ঐদিন দুপুর থেকেই একটি অংশ দেশব্যাপী অরাজকতা শুরু করে। এর ফলে বিশৃঙ্খল হয়ে উঠে সড়ক মহাসড়কসহ বিভিন্ন সেক্টর।
৭ই আগষ্ট সারাদেশের ন্যায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে সড়কের শৃঙ্খলা ফেরাতে দায়িত্ব র্কাঁধে তুলে নেয় স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা।
পুলিশের অনুপস্থিতিতে বিশৃঙ্খল সড়কে একদিনেই শৃঙ্খলায় ফিরে। প্রতিদিন ভোর থেকেই স্কাউট সদস্য, চৌদ্দগ্রাম সরকারী কলেজ হেল্প সোসাইটি, চৌদ্দগ্রাম নজুমিয়া মাদ্রাসার শিক্ষার্থী, ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা দলবেঁধে ভিন্ন ভিন্ন দায়িত্ব পালনের মাধ্যমে পুরোদিন কাজ করছে সড়কে।
সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, শনিবার (১০ই আগষ্ট) দুপুরে বৃষ্টিতে ভিজে সড়কের মাঝখানে দাড়িয়ে নির্দেশনা দিচ্ছে ছাত্র-ছাত্রীরা।
মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার অংশে মদিনা এবং যমুনার অবস্থানের জন্য যানজট লেগেই থাকতো। কিন্তু গত ৭ই অক্টোবর থেকে ছাত্ররা মদিনা এবং যমুনা বাস দাঁড়ানোর নির্দিষ্ট স্থান দাড়ানোর নির্দেশনা প্রদান করে। বাজারের মুল অংশে যে কোন ধরনের যানবাহন দাড়ানো বন্ধ করে।
বিভিন্ন যানবাহনের উল্টোপথে চলাচল বন্ধ করে। এতেই ফিরে আসে চৌদ্দগ্রামবাসীর দীর্ঘদিনের দাবি ‘সড়কের শৃঙ্খলা’। ছাত্রদের এ কার্যক্রমে চৌদ্দগ্রামের সর্বস্তরের জনগণ খুশি হয়ে তাদের সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত হয়েছে। দায়িত্ব পালনরত ছাত্র/ছাত্রীদেরকে বিভিন্ন সামাজিক সংগঠন, ব্যক্তি প্রতিদিন দুপুরের খাবার, সকালের নাশতা প্রদানের মাধ্যমে উৎসাহ প্রদান করে আসছে।
স্বেচ্ছাসেবী ও শিক্ষার্থীদের এ কার্যক্রমে স্বস্থি ফিরেছে সাধারন মানুষের মাঝে।
চৌদ্দগ্রাম বাজারের রিক্সা চালক আব্দুল জলিল জানান, রাস্তায় যানজট নিরসনে গত কয়েকদিন থেকে কাজ করে যাচ্ছে ছাত্র/ছাত্রীরা। তাদের কারণে আমরাও এখন উল্টোপথে গাড়ি চালানো বন্ধ করেছি।
সিএনজি চালক হোসেন বলেন, একসময় নিয়মিত চৌদ্দগ্রাম বাজারে এবং মহাসড়কে উল্টোপথে গাড়ি চালাতাম। কিন্তু আমার ছেলে-মেয়ের বয়সী ছোট ছোট শিক্ষার্থীদের অনুরোধে বন্ধ করে দিয়েছি। শিক্ষার্থীদের এ কার্যক্রমের অন্যতম উদ্যোক্তা কুমিল্লা বিশ্ববিদ্যালয়স্থ চৌদ্দগ্রাম ষ্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মামুন মজুমদার বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে তৃতীয় একটি পক্ষ সারাদেশের ন্যায় চৌদ্দগ্রামেও বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটায়।
এতে করে সড়কও বিশৃঙ্খল হয়ে পড়ে। তাই সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে শিক্ষার্থীরা।
হিউমেনিটি অর্গানাইজেশন অব চৌদ্দগ্রামের শাকিল, তানভীর বলেন, দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের এ কার্যক্রম চলমান থাকবে।