বৃহস্পতিবার , ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে হিটস্ট্রোকে আবুল বাশার নামের এক রাজ মিস্ত্রীর শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের মৃত আবদুল জলিল ভান্ডারীর ছেলে।
বুধবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেন নিহতের ভাই খাজা মিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল বাশার বুধবার সকাল থেকে একই এলাকার শাহজাহান মিয়ার ঘরের নির্মাণ কাজ করছিলেন। দুপুর বেলায় খাবার খাওয়ার পর হঠাৎ তিনি প্রচন্ড তাপদাহে মাটিতে লুটে পড়েন। তাৎক্ষনিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
নিহত ভাই খাজা মিয়া জানান, আমার ভাই আবুল বাশার শাহজাহান মিয়ার ঘরের নির্মাণের কাজ করা অবস্থায় দুপুর খাবার খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
খবর পেয়ে আমরা তাকে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃতৃ ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সাঈদ আল মুনসুর ইনাম বলেন, ‘আবুল বাশার নামের এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে নিয়ে আসার আগেই পথে তার মৃতু হয়। ধারণা করা যাচ্ছে গরমের মধ্যে হিটস্ট্রক করেছেন।