শুক্রবার , ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আবু বকর সুজন, চৌদ্দগ্রামঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে ৫০ কেজি গাঁজাসহ সুজন মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃত সুজন উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামের তাজুল ইসলামের ছেলে।
রোববার তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শালুকিয়া কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ী সুজনকে আটক করে পুলিশ।
এ সময় অপর একজন মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে স্কচটেপ দ্বারা মোড়ানো ১২টি পোটলায় থাকা মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার করে।
এ ঘটনায় মাদক আইনে মামলা শেষে সুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান বলেন, ‘৫০ কেজি গাঁজাসহ আটক সুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
এরআগেও সুজনের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে। মাদকের মতো সামাজিক ব্যধির বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।