জামায়াতের অর্থায়নে লালমাইতে সড়ক দুর্ঘটনায় নিহত কর্মীর পাকা ঘর নির্মাণ
লালমাই প্রতিনিধিঃ
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা উত্তর বাজারে সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াত কর্মী জসিম উদ্দিনের বাড়িতে দলীয় খরচে একটা পাকা ঘর নির্মাণ করে দিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় উপজেলার সৈয়দপুর পশ্চিম পাড়ায় নিহত জসিম উদ্দিন বাড়িতে পাকা ঘরের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর এড. মো: শাহজাহান।
লালমাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুন নূরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সেক্রেটারী মাওলানা ইমাম হোসাইন, সদস্য মাওলানা আব্দুল করিম, বাগমারা দক্ষিণ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী ইকবাল হোসেন, জামায়াত নেতা আব্দুল ওয়াদুদ তালুকদার, বাগমারা উত্তর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ-সভাপতি নাজমুল হাসান, সেক্রেটারী নাজমুল হাসান প্রমুখ।
পরে মরহুম জসিম উদ্দিনের রুহের মাগফেরাত কামনায় ইফতার মাহফিল ও দোয়া মুনাজাতের আয়োজন করে উপজেলা জামায়াতে ইসলামী।
https://www.songbadtoday.com/%e0%a6%9a%e0%a7%8c%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf/
Post Views: ৪৯