শুক্রবার , ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় শহীদ মিনারে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।
এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম এমপি, সহ-সভাপতি ছানোয়ার হোসেন হোসেন এমপি, তানভীর হাসান ছোট মনির এমপি ও কেন্দ্রীয় যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মানুনুর রশীদ মামুন।
আরও বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন প্রমুখ। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।