বুধবার , ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
মনোহরগঞ্জ প্রতিনিধিঃ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় সড়কের পাশে থাকা একটি টিউবওয়েলে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সৌরভ হোসেন (২৫) উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের হাজিপুরা গ্রামের সিরাজুল হকের ছেলে।
আজ মঙ্গলবার উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের মনোহরগঞ্জ-আমতলী এলাকার সংযোগ সড়কের পাশ থেকে ভাঙা মোটরসাইকেলসহ তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তপন কুমার বাকচী।
পুলিশ পরিদর্শক (তদন্ত) তপন কুমার বাকচী বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি দ্রুতগতিতে সে রাস্তা দিয়ে যাচ্ছিল। বদর শাহ মাজারের সামনে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটু টিউবওয়েলে সজোরে ধাক্কা দেয়। অতিরিক্ত গতির কারণে সে মোটরসাইকেলসহ সড়কের অপরপাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।