ট্রেনের ছাদ থেকে পা পিছলে
পড়ে এক ব্যক্তির মৃত্যু !
মানিক দাস, চাঁদপুরঃ
চাঁদপুর-লাকসাম রেলপথের হাজীগঞ্জে ট্রেনের নিচে কাটা পরে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঈদের বিশেষ ট্রেনের ছাদ থেকে পা পিছলে পড়ে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। মৃত ব্যক্তির নাম আবদুল লতিফ (৪৫)।
১৫ জুলাই জুলাই শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে হাজীগঞ্জ উপজেলার কৈয়ারপুল রেলক্রসিং এর পূর্বে পাশে এ দুর্ঘটনা ঘটে।
আব্দুল লতিফ চাঁদপুর পৌর এলাকার ১১ নং ওয়ার্ডের ইচলী এলাকার মৃত আবদুস সাত্তারের ছেলে।
স্থানীয়রা জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঈদের বিশেষ ট্রেনটি চাঁদপুরে যাচ্ছিল। ঘটনাস্থলে যাত্রী লতিফ ছাদ থেকে পা পিছলে ট্রেনের চাকার নিচে পড়ে যায় এবং তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্যাহ বাহার বলেন, ঘটনাস্থলে থানার এসআই তোফাজ্জল হোসেনসহ পুলিশ সদস্যদেরা ঘটনাস্হলে গিয়ে লাশ উদ্ধার করেছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । আইনী প্রক্রিয়া শেষে শনিবার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Post Views: ৬৮