বুধবার , ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনারের দায়িত্ব থেকে হারুন অর রশীদকে সরানো হয়েছে। তার স্থলে এখন থেকে দায়িত্ব পালন করবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মহা. আশরাফুজ্জামান।
বুধবার (৩১ জুলাই) রাতে পুলিশ সদর দপ্তরের এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদকে বদলি করা হয়েছে। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) হিসেবে পদায়ন হয়েছেন।
অন্যদিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মহা. আশরাফুজ্জামানকে ডিবির দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্বে ছিলেন।