ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত !
এম, ইব্রাহিম খলিল, সীতাকুণ্ডঃ
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এ পিকাপ ভ্যানের ধাক্কায় মোঃ ইয়াছিন আলী মুন্না (২২) নামে এক যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর ১২টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ফুলতলা এলাকায়এ দূর্ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন আলী মুন্না কুমিরা ইউনিয়নের নিউ রাজাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেন বারআউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ।
হাফিজ জুট মিলসের সামনে মহাসড়কের চট্টগ্রামমূখী সড়কে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুত্বর আহত হয়।
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
দূর্ঘটনা কবলিত গাড়ি দুইটি আটক করা হয়েছে।
Post Views: ১১৯