বুধবার , ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে প্রবাসীর গাড়ি ব্যারিকেড দিয়ে স্বর্বস্ব লুটে নিয়েছে সংঘবদ্ধ ডাকাত দল।
বৃহস্পতিবার সকাল সোয়া ছয়টায় মহাসড়কের ফালগুনকরা দীঘি এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী চট্টগ্রামের জোরারপঞ্জ থানার উত্তর সোনাপাহাড় গ্রামের আবুল খায়েরের ছেলে কুয়েত প্রবাসী নাইমুল ইসলাম বাদি হয়ে অজ্ঞাতনামা ৮-১০ জন অস্ত্রধারী ডাকাতের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার পরিদর্শক তদন্ত গুলজার আহমেদ।
অভিযোগে উল্লেখ করা হয়, কুয়েত থেকে প্রবাসী নাইমুল ইসলাম বুধবার রাত এগারটায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। সেখানে প্রয়োজনীয় কাজ শেষে ভাড়া করা নোহা মাইক্রোবাস(চট্টমেট্রো-চ-১১-২৭৮৬) যোগে তিনটি কার্টুন, একটি হ্যান্ড লাগেজ ও একটি হ্যান্ড ব্যাগ নিয়ে চট্টগ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করেন। গাড়িতে তার কয়েকজন আত্মীয় স্বজন ছিলেন।
পথিমধ্যে বৃহস্পতিবার সকাল সোয়া ছয়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফালগুনকরা দীঘি এলাকায় ৮-১০ জনের সংঘবদ্ধ ডাকাতদল পিকআপ গাড়ি যোগে কুয়েত প্রবাসীর গাড়িকে গতিরোধ করে। এক পর্যায়ে ডাকাতদলের হাতে থাকা ধারালো রামদা, চাপাতি, কিরিছ ও ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে প্রবাসীর গাড়ির গ্লাস ভাংচুর করে।
ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে গাড়ির দরজা খুলে সবাইকে মেরে ফেলার হুমকি দিয়ে তিনটি কার্টুন, একটি হ্যান্ড লাগেজ, একটি হ্যান্ড ব্যাগ, নগদ ২১ হাজার ২৫০ টাকা জোর পূর্বক নিয়ে ছিনিয়ে নিয়ে পিকআপ গাড়ি ভর্তি করে দ্রুত দক্ষিণ দিকে চলে যায়।
ডাকাতদল আনুমানিক ৭ লাখ ৭৬ হাজার ২৫০ টাকার মালামাল লুটে নিয়েছে।
পরবর্তীতে কুয়েত প্রবাসীর গাড়িতে থাকা নুরুল ইসলাম তাৎক্ষনিক জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন দিলে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
কুয়েত প্রবাসী নাইমুল ইসলাম বলেন, রাত সাড়ে বারটায় এয়ারপার্ট থেকে বাবা, ভাই ও ভগ্নিপতিসহ গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করি।
পথিমধ্যে ভোররাত সাড়ে তিনটায় মেঘনা এলাকায় তাজ হোটেলে সবাই খাবার শেষে যাত্রা শুরুর কিছুক্ষণ পর সংঘবদ্ধ ডাকাতদল বেশ কয়েকবার আমাদেরকে গাড়িটি থামানোর জন্য সংকেত দেয়। কিন্তু আমাদের গাড়িটি না দাঁড়ালে ফালগুনকরা এলাকায় গতিরোধ করে হামলা চালিয়ে ডাকাতদল সর্বস্ব লুটে নিয়ে যায়।
প্রবাসীদের জীবন ও মালামাল রক্ষার্থে দেশের সব মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদারের দাবি জানান তিনি।
চৌদ্দগ্রাম থানার পরিদর্শক তদন্ত গুলজার আহমেদ বলেন, ‘ভুক্তভোগী প্রবাসী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি তদন্তাধীন। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে’।