বুধবার , ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে চৌদ্দগ্রামের ৪৪ কিলোমিটার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল বাড়ানো হয়েছে। এতে খুশি দূর-দূরান্তের যাত্রীরা। এবারের ঈদে নির্বিঘ্নে যাতায়াতে এমন উদ্যোগে নেয়া হয়েছে বলে জানান মিয়াবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ সাহাব উদ্দিন।
জানা গেছে, বুধবার (০৪ জুন) সকাল থেকেই চৌদ্দগ্রাম বাজারের উত্তর পাশে মহাসড়কে পাশে বিভিন্ন গাড়ি থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করছে সেনাবাহিনী ও পুলিশ। এরমধ্যে যেসব গাড়ির কাগজপত্র সঠিক আছে, তাদেরকে ছেড়ে দেয়া হচ্ছে। আর যেসব গাড়ির কাগজপত্র সঠিক নেই, তাদেরকে সড়ক আইনে মামলা শেষে ছেড়ে দেয়া হচ্ছে।
বিশেষ করে ‘অনটেষ্ট’ মোটরসাইকেল চেক হচ্ছে বেশি এবং মামলাও দেয়া হচ্ছে।
এছাড়া মহাসড়কে যানজট নিরসনে যৌথভাবে কাজ করছে সেনাবাহিনী ও পুলিশ। এদিকে বুধবার সকাল থেকেই উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা চৌদ্দগ্রাম বাজারে যানজট নিরসনে কাজ করতে দেখা গেছে।
মিয়াবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ সাহাব উদ্দিন বলেন, মহাসড়কে অবৈধ গাড়ির বিরুদ্ধে অভিযান চলছে। যেসব গাড়ির বৈধ কাগজপত্র নাই, তাদেরকে সড়ক আইনে মামলা দেয়া হচ্ছে।
চৌদ্দগ্রামের ৪৪ কিলোমিটার এলাকার নীরবিচ্ছিন্নভাবে যান চলাচলে বিভিন্ন পয়েন্টে হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছে।