শুক্রবার , ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
জাহিদ দুলাল, ভোলাঃ
ভোলার তজুমদ্দিনে ভোগ দখলকৃত জমিতে রাতের আধারে ভেকু দিয়ে পুকুর খনন ও দোকান তৈরী করে জোর পূর্বক দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২৮ ডিসেম্বর,) রাতে তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর ইউনিয়নের চর কোড়ালমারা এলাকায় এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায়, তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর ইউনিয়নের চর কোড়ালমারা মৌজায় এসএ ১৫৬ নং খতিয়ানে মোট ২ একর ৮৪ শতাংশ জমি ক্রয় করে লালমোহন উপজেলার বাসিন্ধা আবুল কালাম ও তার ছেলে মো. রুহুল আমিন।
ক্রয় করার পরবর্তীতে এবং আবুল কালাম মারা যাওয়ার পর ওরারিশগণ ও মো. রুহুল আমিন শান্তিপূর্ণভাবে ওই জমি ভোগ দখল করে আসছেন। এরই মধ্যে হঠাৎ করে ওই এলাকার মো. কুট্রি মিয়া, কামাল, লিটন, সবুজ, শরিফ ওই জমি তাদের দাবী করে।
এ নিয়ে ভোলার আদালতে মো. রুহুল আমিন দেওয়ানী মামলা দায়ের করে। বর্তমানে মামলা চলমান অবস্থায় রয়েছে। মো. রুহুল আমিন বলেন, আমি ব্যক্তিগত কাজে ঢাকায় রয়েছি এই সুযোগে কুট্রিগংরা রাতের আধারে আমার জমিতে ভেকু দিয়ে মাটি কাটিয়ে পুকুর, ভিটা এবং দোকানঘর এনে দখল করার চেষ্টা করে।
গত ২১ ডিসেম্বর শনিবার ভেকু দিয়ে মাটি কেটে দখল করার চেষ্টা করলে আমি তাৎখনিক খবর পেয়ে লোক পাঠিয়ে তজুমদ্দিন থানায় সাধারণ ডায়েরি করিয়াছি।
ডায়েরি নং ৮২৪। এরপর পুলিশ ঘটনা স্থলে এসে কাজ বন্ধ করে দেন।
রাতে আবার পূনরায় ঘর ও দোকান উত্তোলন করিয়াছেন। এবিষয়ে অভিযুক্ত মো. কুট্রি মিয়ার সাথে যোগাযোগ করতে গেলে তাকে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। কুট্টি মিয়ার বোন বেলি ও মজুফা খাতুন বলেন, এ জমি দীর্ঘ দিন যাবত রুহুল আমিন স্যারে বাবা আবু মিয়াকে ভোগ দখল করতে দেখেছি। এর মধ্যে হঠাৎ করে আমার ভাইরা জোরপূর্বক দখল করার চেষ্টা করে। একই এলাকার মো. নজরুল বলেন, এ জমি রুহুল আমিন স্যারের নানা (দেশফালী) দীর্ঘ দিন ভোগ দখল করছেন। তার মৃত্যুর পর এ জমি রুহুল আমিন স্যারের বাবা আবু মিয়াকে চাষাবাদ করতে দেখেছি।
এখন স্যার চাষাবাদ করান, হঠাৎ করে কুট্টি মিয়া গংরা রাতের আঁধারে পুকুর খনন, ঘর ও দোকান ঘর নির্মাণ করে জোর পূর্বক দখল করার চেষ্টা করে। একই এলাকার সেলিম বলেন, আমার দেখা মতে এজমিতে রুহুল আমিন স্যার দীর্ঘ দিন ভোগ দখল করছেন।
হঠাৎ করে কুট্টি মিয়ারা জোর করে ভেকু দিয়ে মাটি কেটে দখল করার চেষ্টা চালায়।
এবিষয়ে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, গতকাল ২৮ ডিসেম্বর রাতের আঁধারে ঘর উত্তোলন সম্পর্কে কেহ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত প্রয়োজনীয় ব্যাবস্থা নেব।